হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============== কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া বটতলি এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম (১৮) নামে এক কিশোর ও তার ভাই মোঃ ইউসুফ (৩৬) গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়া বটতলি এলাকায় অবস্থিত একটি ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটির মালিক প্রবাসী মোঃ ইউসুফ। তার অনুপস্থিতিতে জমিটি দেখাশোনা করছিলেন তার ছোট ভাই সাইফুল ইসলাম।
অভিযোগ রয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মোশারফ, আব্দুল গফুর, দিদার ও রফিকসহ আরও ৭–৮ জন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় সাইফুল ইসলাম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্ত মোশারফ ধারালো অস্ত্র (চুরি/রামদা) দিয়ে সাইফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম হাতে লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই মোঃ ইউসুফকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এর আগেও একাধিকবার ওই জমি দখলের চেষ্টা করেছে এবং সালিশ বৈঠক হলেও তারা কোনো সিদ্ধান্ত মানেনি।
এ ঘটনায় আহত সাইফুল ইসলাম টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ আনেন।
হোয়াইক্যং ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=