শোক সংবাদ।। কুমিল্লা শিক্ষা বোর্ড এর অবসর সেকশন অফিসার মোঃ আবু তাহেরের ইন্তেকাল

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা === কুমিল্লা শিক্ষা বোর্ড এর অবসর সেকশন অফিসার মোঃ আবু তাহের (৬৭) গত শনিবার দিবাগত রাত ২.৩০ মিনিটে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে কুমিল্লা মডার্ন হসপিটালে চিকিৎসাধীনে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া….. রাজিউন) । মৃত্যু কালে তিনি ১ ছেলে, ১ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রোববার সকাল ৯ টায় কুমিল্লা নগরীর রেইস কোর্স চিশতিয়া মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা, ২য় জানাজা মরহুমের কর্মস্থল কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এবং ৩য় জানাজার নামাজ মরহুমের নিজ গ্রাম বুড়িচং উপজেলার জগতপুর মাঝি বাড়ির মসজিদের প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।