বিএনপি’র বিক্ষোভ মিছিল ‘ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত’ -মঞ্জু মূন্সী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ‘শরিফ ওসমান বিন হাদি’র উপর গুলিবর্ষনের প্রতিবাদে দেবীদ্বারে বিএনপি জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নেতৃত্বে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় গুনাইঘর আজগর আলী মূন্সী সাত গম্ভুজ জামে মসজিদের কাছ থেকে মঞ্জু মূন্সীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে নিউমার্কেট ‘স্বাধীনতা স্তম্ভের’ পাদদেশে এক প্রতিবাদ সভা করা হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে বিএনপি জাতীয় কমিটির সদস্য, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক সভাপতি, কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের বিএনপির মনোনয়নে টানা ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী দানবীর আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী তার বক্তব্যে,- ‘ওসমান হাদিকে হত্যার চেষ্টায় গুলিবর্ষণকারীদের দ্রæত গ্রেফতার পূর্বক ও এ ঘটনার রহস্য উন্মোচনসহ অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে, দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অশুভ তৎপরতা রুখে দিতে হবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলের ছবি। সংবাদ প্রকাশঃ ১৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন