জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ==== ‘বাংলা এফএম’—বাংলার কণ্ঠস্বর এই শ্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে কাজ করে আসা বাংলা এফএম জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সরকারি নিবন্ধন লাভ করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে বাংলা এফএম-কে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সনদে বলা হয়, সরকার নির্ধারিত সকল শর্তাবলী যথাযথভাবে মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের ওপর।
দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করে আসছে বাংলা এফএম-এর অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ। প্রতিদিন কয়েক লাখ পাঠক ও দর্শক বাংলা এফএম-এর সংবাদ পড়ছেন ও দেখছেন, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন, “এই সরকারি অনুমোদন আমাদের কাজের ক্ষেত্রকে যেমন আরও বিস্তৃত করেছে, তেমনি দেশ ও জাতির প্রতি আমাদের দায়বদ্ধতাও বহুগুণে বাড়িয়েছে। আগামী দিনে সংবাদ প্রকাশে আমরা আরও দায়িত্বশীল, সৃজনশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
বাংলা এফএম-এর প্রকাশক আনোয়ার মুরাদ বলেন, “বাংলা এফএম-এর এই নিবন্ধন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও কাজের স্বীকৃতি। এই অনুমোদন প্রাপ্তিতে বাংলা এফএম-এর প্রতিটি সদস্য, শুভানুধ্যায়ী এবং পাঠক-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।” সংবাদ প্রকাশঃ ১৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন