ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল; নাশকতা মামলায় দুই সেচ্চাসেবক লীগ নেতা আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==
কুমিল্লার দেবীদ্বারে নাশকতার মামলায় গ্রেফতারপূর্বক দুই সেচ্চাসেবক লীগ নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক পূর্বক রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা ৪ নং আমলী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোঃ এমদাদুল হক (৪৪), সে উপজেলার সুবিল গ্রামের মৃতঃ আব্দুল হাকিম মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন সেচ্চাসেবক লীগের আহবায়ক। অপরজন নাজমুল হাসান (২৫), সে পৌরসভার ইকরা নগরীর মোঃ জালাল মিয়ার পুত্র। সে পৌর সেচ্চাসেবক লীগের সদস্য।
তবে আলী হোসেন নামে নাজমুল হাসানের এক নিকট আত্মীয় জানান, নাজমুল হাসান মামলার এজহারভ‚ক্ত আসামী ছিলনা। সে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’র কর্মী ছিল।
উল্লেখ্য গত (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেীবদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে নাশকতা চেষ্টা করলে, ওই ঘটনায় দেবীদ্বার থানা পুলিশের এস,আই অজয় বাদী হয়ে (মামলা নং ১) করেন। মামলার পূর্বের আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
এ বিষয় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার হোসেন বলেন, নির্বাচনে সামনে রেখে কার্যকর্ম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে পুলিশের বিশেষ অভিযানে সেচ্চাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। সংবাদ প্রকাশঃ ১৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=