সিটিভি নিউজ24।। মোহাম্মদ আককাস আলী : নওগাঁ জেলার সংবাদদাতা।।। শনিবার(১৩ ডিসেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সাথে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) এর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার ডিবির চলমান কার্যক্রম, অপরাধ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জেলার অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার, প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম এবং আন্তঃইউনিট সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন,“ডিবি হচ্ছে অপরাধ দমনের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট। পেশাদারিত্ব, সততা ও তথ্যভিত্তিক গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সভায় ডিবির কর্মকর্তা ও সদস্যরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com