হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============== জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছরের মতো এবারও ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার অঙ্গীকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে এবং ১৯৫০ সাল থেকে ১০ ডিসেম্বর দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন শুরু করে। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব রাজনৈতিক দাবিতে”।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কক্সবাজার শহীদ মিনার পয়েন্ট থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, এবং সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
আলোচনায় বক্তব্য রাখেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ,সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,হিউম্যান এইডের সহ-সভাপতি জামাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক, মোঃ বেলাল, ও মানবাধিকার কর্মী, মোঃ সুমানুল হক সুমন,আব্দু রহিম বাবু,একে আবুল কালাম আজাদ,নাছিমা আক্তার ও হাফেজ হাফিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার নেছার আহমদ,মোঃ ইসমাইল, গিয়াস উদ্দিন,ফয়েজুল করিম,নেজাম উদ্দিন,জোবাইদা আকতার,মোঃ জুলফিকার ভুট্রো, মোঃ শাহরিয়ার মানিক,সাইমুন আকতার ইমান,হাফিজ উদ্দিন,জাহাঙ্গীর আলম,মোঃ রাসেল আলী তালুকতার,ইউছুপ আলী ও বিভিন্ন পেশার মানুষসহ অনেকে।
জেলা কমিটির সাধারন সম্পাদক নুরুল হোসাইন বক্তব্যে বলেন, হিউম্যান এইড সব সময় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, পথে পড়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ক্ষুধা–দারিদ্র্য দূরীকরণ, ভূল চিকিৎসায় মৃত্যু রোধ, ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে সম্পন্ন, দ্রব্যমূল্যের লাগাম টানা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বন্ধে সচেতনতা সৃষ্টি-এসব বিষয়ে প্রতিষ্ঠানটি আপোষহীন ভূমিকা পালন করছে।
এ ছাড়া নদী-নালা, বনাঞ্চল, পাহাড়, সমুদ্রসহ পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে হিউম্যান এইড কাজ করে যাচ্ছে।
সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ বলেন-মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় হিউম্যান এইড বরাবরই সাহসী ভূমিকা পালন করছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে মানবাধিকার সুরক্ষা সম্ভব নয়।
জেলা সভাপতি খোরশেদ আলম বলেন—
মানবাধিকার শুধু একটি দিবসের আলোচনার বিষয় নয়, এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার। সমাজের দুর্বল, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।
তিনি আরো বলেন—
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপিত হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। মানবাধিকার প্রতিষ্ঠায় কক্সবাজার জেলা কমিটির কার্যক্রম প্রশংসনীয়। শোষিত-নিপীড়িত মানুষের ন্যায়সংগত সংগ্রামের প্রতি আমার আন্তরিক সংহতি রইল।
আলোচনা শেষে কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে উপস্থিত সকল নেতাকর্মীর মাঝে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। তো। সংবাদ প্রকাশঃ ১১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=