হোয়াইক্যংয়ে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============
কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং ইউনিয়নের খারাইংগাগোনা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মায়ানমার থেকে সন্দেহজনক চারজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মায়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মোঃ আক্তার (২৪) ও মোঃ সিফাত (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি সাদা রঙের পলিথিনের ভেতরে খাকি স্কচটেপে মোড়ানো পাঁচটি কাটে রাখা মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আক্তার হোয়াইক্যং কেরামতলী এলাকার আমির আলীর ছেলে এবং সিফাত ক্যারেঙ্গাঘোনা এলাকার আব্দুল হাকিমের ছেলে। দু’জনই টেকনাফ উপজেলার বাসিন্দা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, মাদক সরবরাহকারী ও পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=