রাণীনগর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ====
নওগাঁর রাণীনগর উপজেলা পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মঙ্গলবার বিকেলে পরিদর্শন কর্মসূচির প্রথমেইতিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এরপর তিনি এনজিওর কার্যক্রম পরিদর্শনে যান। এসময় কাশিমপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল নিডস অবৈতনিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলার একমাত্র পর্যটন এলাকা হিসেবে খ্যাত পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন।
জেলা প্রশাসক পাখি পল্লীর সৌন্দর্যে সন্তোষ প্রকাশ করে পাখি পল্লীতে আলোর ব্যবস্থা করাসহ পর্যটকবান্ধব করতে আরো পরিকল্পনা গ্রহণ করতে ইউএনওকে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পাখি পল্লীতে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) সাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: নজরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কাওছার মোহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন। সংবাদ প্রকাশঃ ১১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=