মানবাধিকার দিবস পালিত মানব পাচার, অপহরণ, নারী-শিশু নির্যাতন বন্ধের জোর দাবি

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি============= হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উদ্যোগে কক্সবাজারের টেকনাফ উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
প্রতি বছরের মতো ১০ ডিসেম্বর বুধবার বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার অঙ্গীকার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালিত হয়। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে এবং ১৯৫০ সাল থেকে দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবছরের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব রাজনৈতিক দাবিতে”।
দিবসটি উপলক্ষে হিউম্যান এইড টেকনাফ উপজেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বক্তব্য
সভাপতির বক্তব্যে হিউম্যান এইড টেকনাফ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন,
“মানবাধিকার কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। টেকনাফসহ সীমান্ত এলাকায় মানব পাচার, অপহরণ, নারী ও শিশু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। এসব অপরাধ রোধে রাষ্ট্র, প্রশাসন ও সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সাধারণ সম্পাদক মো. কলিম উল্লাহ বলেন,
“মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নীরবতা অপরাধকে উৎসাহিত করে। আমরা চাই আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে উঠুক। মানব পাচার ও নির্যাতনের বিরুদ্ধে হিউম্যান এইড সবসময় মাঠে থাকবে।”
সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান তার বক্তব্যে বলেন,
“জনবান্ধব রাজনীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তরুণ সমাজ ও সুশীল সমাজকে এগিয়ে এসে মানবাধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
অন্যান্য উপস্থিতি
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালাল আহমেদ মো. শাহ আলম, মোজাম্মেল হক, খোরশেদ আলম, সুলতান আহমদ, মো. শফিক, শফিকুল আলম, মৌলভী মুস্তাফা কামাল, হাসিনা মোর্শেদ সাজেদা আক্তার, শামসুল আলাম আবুল কালাম প্রমুখ ।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা টেকনাফ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মানবাধিকারকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নেওয়া এই কর্মসূচি মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ প্রকাশঃ ১১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=