টেকনাফে র‌্যাবের অভিযানে এক লক্ষ ইয়াবা উদ্ধার, আটক -২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =========== কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদে জানা যায়—টেকনাফ থেকে কক্সবাজারগামী সড়কের পাশেই ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মোহাম্মদ আলী (৩৪), পিতা মৃত জালাল আহমেদ, গ্রাম লেংগুর বিল, তুলাতুলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি।
মো. ইলিয়াছ (২৯), রোহিঙ্গা, পিতা মৃত বাবু মিয়া, কুতুপালং ক্যাম্প, ব্লক বি/১; বর্তমান ঠিকানা: তুলাতুলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন