চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় যুবকের উপর হামলা-বেধড়ক মারধর, থানায় অভিযোগ

সিটিভি নিউজ ।। মনোয়ার হোসা্ইন চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলার শিকার হয়েছে মো. রাসেল বাঙালী (৩২) নামে এক যুবক। এ সময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করে। আহত রাসেল উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া নতুনপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে একই ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথা এলাকায় জনৈক হাসানের ফল দোকানে। এ ঘটনায় ভুক্তভোগি রাসেল বাঙালী বুধবার বিকালে নয়জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকার আবুল হোসেন ও আশরাফ হোসেন আকাশ এর কাছে পাওনা টাকা যথাক্রমে ৭০ হাজার ও ১ হাজার টাকা চাইলে তারা উভয়ে পাওনা টাকা দিতে অস্বীকার করে। কেন টাকা দিবে না? এমন প্রশ্ন করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগি রাসেলের উপর অতর্কিত হামলা করে। এ সময় তাদের অপরাপর সহযোগী একই এলাকার আব্দুল মমিন, ইকবাল হোসেন বাপ্পি, ইব্রাহিম হোসেন বাবু, গোলাপ হোসেন, মো. হাসান, মো. বিজয়, মো. মিঠু সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন যুবক রাসেলকে বেধড়ক মারধর করে। পরে তার শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় প্রতিকার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকালে ভুক্তভোগি রাসেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=