বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=========
”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মানব বন্ধন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা যোগ দেন।
র্যালি ও সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম।
সভায় সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. খোরশেদ আলম। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য সচিব ও নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষে মো. খলিল উদ্দিন আখন্দ, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান মজুমদার সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, চান্দলা করিম বক্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাজী সফিনাজ বেগম, মোঃ জিয়াউল করিম, মোহাম্মদ আবুল হোসেন, নুরজাহান বেগম ও হাফেজ মোঃ ওবায়েদউল্লাহ। এসময় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=