টেকনাফে সড়কেই থেমে গেল দুই তরুণের জীবন

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি=========== কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ট্রাক ও সি.এন.জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (আজ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— মোহাম্মদ ফারুক (২৫), হ্নীলা ইউনিয়নের পূর্বপাড়া (নং ওয়ার্ড) এলাকার মৃত মোহাম্মদ সেলিমের দ্বিতীয় ছেলে এবং মোহাম্মদ শফিক (২৫), হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যা ঘোনা এলাকার আব্দু রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সি.এন.জি অটোরিকশাটি সম্পূর্ণ ভেঙে গিয়ে আলীখালী সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহন থেকে মরদেহ উদ্ধার করতে তাদের অনেক কষ্ট করতে হয়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের লাশ টেকনাফ থানায় নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সি.এন.জি চালিত অটোরিকশা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মিনি ট্রাক ও ট্রাক চালকদের বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন উপেক্ষাই এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণ। অনেক চালকই প্রশিক্ষণহীন ও অসচেতনভাবে যান চালান বলে দাবি স্থানীয়দের।
নিহত মোহাম্মদ শফিকের পরিবারে নেমে এসেছে গভীর শোক। তিনি রেখে গেছেন দুইটি ছোট সন্তান— আরিফ (৮) ও আনিস (৪)। পরিবারে উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্ত্রী, মা ও ভাই-বোনসহ স্বজনরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদার, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং ট্রাক ও মিনি ট্রাক চালকদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ০৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=