রেজুখাল চেকপোস্টে পে-টের ভেতর ১ হাজার ই-য়া-বা সহ আ-টক -১

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ===========
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে পে-টের ভেতর লুকানো এক হাজার পিস বার্মিজ ই-য়া-বাসহ এক যুবককে আ-টক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। রবিবার বিকেল ৪ টার দিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবির সদস্যরা টেকনাফগামী একটি নোহা মাইক্রো আটক করলে এ ঘটনা ধরা পড়ে।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক এক যাত্রীকে আটক করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে examination-এ তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে মোট ১,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইলও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ আবু সাইদ (২৭)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চর গোদা নওয়া গাঁও এলাকায়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় সোপর্দ করা হবে।

অধিনায়ক আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৩৪ বিজিবির ধারাবাহিক অভিযানে মাদকবাণিজ্য দমনে স্থানীয়দের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন