রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: =======================
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণিল আয়োজনে শুরু হলো মাসব্যাপী ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলা। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। প্রতি বছরের মতো এবারও উদ্বোধনী দিনেই এলাকাজুড়ে মুখরিত হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

এসময় বক্তব্য দেন-
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,
সাবেক চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, মেলা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী, কমিটির অন্যান্য সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির নেতা মানিক।

মেলাকে ঘিরে ইতোমধ্যে নেকমরদসহ আশপাশের এলাকায় আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসায় পুরো এলাকাই হয়ে উঠবে প্রাণবন্ত-মাসব্যাপী এই ঐতিহ্যবাহী ওরশ মেলা স্থানীয় সংস্কৃতি ও বাণিজ্যে যোগ করবে নতুন মাত্রা।
তবে, স্থানীয় ও সুধী সমাজ মনে করছেন – এ মেলায় যাত্রাপালা ও পুতুল খেলার নামে অসামাজিক নৃত্য সামাজিকভাবে মেলার মান ক্ষুন্ন করছে। এ বিষয়ে মেলা কমিটিকে সচেতন থাকতে হবে। সংবাদ প্রকাশঃ ০৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন