ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী গণসংযোগ করছেন কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ==== কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন।
রোববার (৭ই ডিসেম্বর) ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং দোয়া কামনা করেন।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া সদর, ধান্যদৌল, নাইঘর দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী গণসংযোগ করেন।

এ ছাড়াও ইউনিয়ন ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন চেয়ে এডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের এ যাত্রাকে সফল করবেন—এ প্রত্যাশা করছি। সংবাদ প্রকাশঃ ০৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন