নওগাঁয় নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান জোরদার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===== নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে আট ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করে। প্রথম অভিযানে নওগাঁর মান্দা উপজেলার কবুলপুর গ্রামে জনৈক এমদাদের বাড়ির সামনে হতে ১ এক কেজি পাচ শত গ্রাম গাজা উদ্ধার সহ মাদক কারবারি ১। সুজন (৪০) পিতা মৃ: তাহের সাং চক সাদাসিব থানা নিয়ামত পুর কে গ্রেফতার করে। ২য় অভিযানে নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার সহ আসামি ১ ফয়সাল (২৭) পিতা আ: মালেক সাং পার নওগাঁ হাজি পাড়া থানা জেলা নওগাঁ ও তার সহযোগী তরিকুল (৩৬) পিতা মৃত আছির সাং ভগবানপুর থানা বদলগাছি জেলা নওগাঁ দের গ্রেফতার করে। ৩য় দিনে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস ষ্ট্যান্ডের পাশে হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষ থেকে ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার সহ আবু সাইদ (৩১) পিতা শাহদত হোসেন সাং শিংবাচা থানা জেলা নওগাঁ,সোহেল (৩২) পিতা শরিফুল মন্ডল সাং সরিসপুর থানা জেলা নওগাঁ, প্রকাশ রাজ বংশী (৩২) পিতা বিজয় রাজ বংশি সাং পাতিলা পাড়া থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ, জাকির (৩২) পিতা আ: রাজ্জাক সাং নিয়ামতপুর( বালাহার) থানা নিয়ামত পুর জেলা নওগাঁ রিপন (৩২) পিতা হারুন অর রশিদ সাং চক প্রসাদ থানা জেলা নওগাঁ দের দখল হতে উদ্ধার করে গ্রেফতার করা হয়। প্রত্যেকটি উদ্ধারে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান আগামী দিনগুলিতে নওগাঁ জেলায় মাদক বিরোধী কার্যক্রম আরো জোরদার করা হবে। সংবাদ প্রকাশঃ ০৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন