“সাংবাদিকতায় বিশেষ অবদানে” গুণিজন সম্মাননা লাভ করলেন সমতটের কাগজ-এর সম্পাদক জামাল উদ্দিন দামাল

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার : গত ৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় গোমতী টাচ্-এ কুমিল্লার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “অভিপ্রায়”-এর ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, গুণিজন সম্মাননা, পিঠা উৎসব ও ভূষণ সূত্র’র একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামালকে “সাংবাদিকতায় বিশেষ অবদানে” গুণিজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথি কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের সাবেক সভাপতি-বরেণ্য আইনজীবী এডভোকেট মো: ইসমাঈল হোসেন-এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি। এ সময় বিশেষ অতিথি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-ছড়াকার-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অভিপ্রায় সংগঠনের সভাপতি এডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাফর আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর তীরে নান্দনিক পরিবেশে অভিপ্রায় আয়োজিত সংগঠনের ১৫০ জন আইনজীবী ও সমাজের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির সম্মাননা লাভ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-ছড়াকার-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল ও সংগীতশিল্পী ভূষণ সূত্রধর। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কবি-গীতিকার শিপন মানব ও টেলিভিশন শিল্পী উম্মে হাবিবা হেমা।
সংবাদ প্রকাশঃ ০৬-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন