বাঙ্গরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম-দোয়া

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের বাইতুন নূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য ও রোগমুক্তি কামনায় কোরআন খতম শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা জানান ========
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য ও রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আছর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের বাইতুন নূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ওই অনুষ্ঠান হয়। মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়। দেশের নেত্রীর দ্রæত আরোগ্য ও কল্যাণ কামনায় এই ধর্মীয় আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
বাঙ্গরা গ্রামের জাহাঙ্গীর সওদাগরের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। তিনি সাংবাদিকদের জানান, কুমিল্লা-৩ আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুপ্রেরণায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনায় ২টি কোরআন শরীফ খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রæত সুস্থতা দান করেন। মাদ্রাসার প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে। এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, হাফেজ ও স্থানীয় লোকজন অংশ নেন।
পুরো বিকেলজুড়ে মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীরা নিষ্ঠার সাথে ২টি কোরআন শরীফ সম্পূর্ণ তেলাওয়াত করেন। তেলাওয়াত শেষে মাদ্রাসার শিক্ষকবৃন্দের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=