সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা: সংবাদদাতা জানান ==== ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লায় তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলায় বিশেষ অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন বক্তারা।বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লার ঢুলিপাড়া ভার্চুয়াল ফান টাউন অডিটোরিয়ামে দিনব্যাপী আলোচনা সভা,নবীনবরণ,
বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লার অধ্যক্ষ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর তাহমিনা ইসরাত খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান ডা. আনিছ মালিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নার্সিং পেশা মানবসেবার অনন্য ক্ষেত্র। মানবিকতা, সহমর্মিতা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর, কুমিল্লা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, কুমিল্লা জেনারেল হাসপাতালের সেবা উপতত্ত্বাবধায়ক আভা রানী মজুমদার, কুমিল্লা নাভানা হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আউয়াল সরকার এবং কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের জেলা সহকারী পাবলিক হেলথ নার্স জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর তাহমিনা ইসরাত খানম বলেন,“শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয় করে সর্বাধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করে দক্ষ নার্স তৈরি করাই আমাদের লক্ষ্য। ভিক্টোরিয়া নার্সিং কলেজ সম্পূর্ণভাবে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কোর্স শেষে শিক্ষার্থীরা সম্পূর্ণ বৈধ সনদ লাভ করে থাকে।” তিনি আরও বলেন, কুমিল্লায় বাংলাদেশ নার্সিং কাউন্সিল কারিকুলাম অনুযায়ী মানসম্মত নার্সিং শিক্ষা প্রদানে আমাদের প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।
স্বাগত বক্তব্যে কুমিল্লা নাভানা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার বলেন,
ভিক্টোরিয়া নার্সিং কলেজ ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশের জন্য প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যা ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। সুস্থ্য মাতৃত্ব এবং নবজাতক শিশু জন্মের জন্য নার্স-মিডওয়াইফদের কোনো বিকল্প নেই। ভিক্টোরিয়া নার্সিং কলেজ দক্ষ নার্স ও মিডওয়াইফ তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদান রেখে চলেছে।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মারজানা তিথী এবং কাশমিন সাথি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংবাদ প্রকাশঃ ০৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com