কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: ==========
কুমিল্লায় আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ কনসালটেন্টদের সমন্বয়ে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে মক্কা হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অত্যাধুনিক এই হাসপাতালটির উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও চিকিৎসক সমাজ।
অনুষ্ঠানে কুমিল্লা মক্কা হসপিটাল পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বার্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ড. শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লায় মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এমন সময়ে আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। মানবিক সেবা, স্বচ্ছ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসক দল জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মক্কা হসপিটালে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা জরুরি সেবা, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং আরামদায়ক কেবিন ব্যবস্থা। উদ্বোধনের দিনেই হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্তৃপক্ষ জানান, সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কুমিল্লাবাসীর স্বাস্থ্যসেবায় মক্কা হসপিটাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মক্কা হসপিটাল পিএলসি’র সিইও মো. গোলাম কিবরিয়া সুমন, ভাইস চেয়ারম্যান মো. নুরুল আমিন, মো. কুদ্দুছুর রহমান, ডিএমডি মো. মিজানুর রহমান, অর্থপরিচালক মো. আবু ইউসুফ সুমনসহ সংশ্লিষ্ট পরিচালকগণ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সুধী সমাজ, হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=