টেকনাফে ইঞ্জিন বিকল সার্ভিস বোট কোস্ট গার্ডে ৪৫ যাত্রী উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার –==কক্সবাজারের টেকনাফ উপকূলে শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় সেন্টমার্টিনগামী একটি সার্ভিস বোটের ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া ৪৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় এম ভি মায়ের দোয়া নামের সার্ভিস বোটটি টেকনাফের কায়ুকখাল ঘাট থেকে ৪৫ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টার দিকে বোটটি শাহপরী দ্বীপের গোলারচর এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বোটটি সাগরে ভাসমান অবস্থায় পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল বোটটিকে শনাক্ত করে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে বোটে থাকা সব ৪৫ যাত্রীকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করে তীরে আনা হয়।
উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সাগরের অস্থিতিশীল আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির ঝুঁকি বিবেচনায় সামুদ্রিক চলাচলে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। সংবাদ প্রকাশঃ ০৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=