কুমিল্লা–কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সিটিভি নিউজ।। কুমিল্লা: কুমিল্লা–কসবা সড়ক প্রকল্পের প্রশাসনিক স্থগিতাদেশের প্রতিবাদে পরিকল্পনা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বাঁচাও মঞ্চ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মু. রেজা হাসান এর মাধ্যমে স্মারকলিপিটি প্রেরণ করা হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন—
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু
কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন
কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট মোতালেব হোসেন
এডভোকেট আক্তার হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে যা উল্লেখ করা হয়
স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লা–কসবা সড়ক (N-114) কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।
২০২৩ সালে সড়ক বিভাগ কুমিল্লা প্রকল্প প্রস্তাব করে, যা ২০২৪ সালে একনেকে অনুমোদন পায়। মাঠ পর্যায়ের জরিপ ও কমিশন পর্যায়ের কাজ শেষ হলেও ১৪ মাস পার হয়ে গেছে, কিন্তু প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেনি।
এদিকে ২০২৪ সালের বন্যা ও অতিবৃষ্টিতে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। খানাখন্দে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। একনেকে অনুমোদিত থাকায় সড়ক বিভাগও জরুরি সংস্কারের বড় কোনো কাজ হাতে নিতে পারছে না।
পরিকল্পনা উপদেষ্টা গত ২৪ নভেম্বর প্রকল্পটি স্থগিতের সিদ্ধান্ত দেন, যা স্থানীয় জনগণের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
মঞ্চের দাবি
কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন বলেন,
“কুমিল্লা–শালদা–কসবা সড়ক দুই জেলার মানুষের জন্য একটি সেতুবন্ধন। একনেকে অনুমোদিত হওয়ার পরও চূড়ান্ত অনুমোদনে বিলম্ব হতাশাজনক। আমরা দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার ও প্রকল্প অনুমোদনের দাবি জানাচ্ছি।”
জেলা প্রশাসকের বক্তব্য
জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন,
“স্মারকলিপি পেয়েছি। আমরা দ্রুতই এটি মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করে দেব।”
আন্দোলনের হুঁশিয়ারি
স্মারকলিপিতে জানানো হয়, প্রকল্পটির স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত চূড়ান্ত অনুমোদন না হলে কুমিল্লা বাঁচাও মঞ্চ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সংবাদ প্রকাশঃ ০৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=