সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
ঢাকায় নির্বাচন করা সহজ না ? আমার লগে আমার পার্টির অনেকের সাথে ঝামেলা চলতেছে আমি কেনো ঢাকায় দাড়াইতাছিনা। হোনেন কাকু, আমি ১০ টা যদি ভোট পাই তাও দেবীদ্বার ছাইড়া যাওইননা পুলালাপাইননা। নির্বাচনে হারার পরের দিনও আবার দেবীদ্বার আসব। এটা আমার মা'বাবা।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
একইদিন সন্ধ্যায় উপজেলার মোহনপুরে এক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা নেতা বানান। যারা মানুষের বাড়ি বানান, নিজের থাকার ঘর হয়না। যারা রাস্তায় আলো জ্বালান, কিন্তু নিজের কুপিতে কেরোসিন থাকেনা। যারা মেইলে ফেক্টোরিতে কাজ করেন অন্যের ভাত যোগান, নিজের ঘরের স্ত্রী সন্তানের খাবার থাকেনা। যে প্রবাসীরা বিদেশে পরিশ্রম করে দেশে টাকা পাঠান, যারা এয়ার পোর্টে হেনস্থা হন। যারা আমার আব্বার মতো রাজমিস্ত্রী-কাঠমিস্ত্রীর কাজ করেন তাদের প্রতিনিধি হিসেবে আমি এখানে দাঁড়াইছি।
আপনাদের যারা কামলা বলে তিরষ্কার করে, এবার আপনাদের সন্তান হিসেবে আমি নির্বাচনে দাড়াইছি। এবার আপনাদের সাথে নিয়ে হবে আমার ব্যালট বিপ্লব। আমার দায়িত্বটা আপনাদের নিতে হবে, যে মায়েরা জুলাইয়ে যায়নামাজে দাঁড়িয়ে দোয়া করেছেন সেই মায়েদের, খালা, আপা, ফুফিদের আমার দায়িত্বটা নিতে হবে। সংবাদ প্রকাশঃ ০৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com