রামু সীমান্তে বিজিবি অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার, কক্সবাজার====== রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে বিকেলটা ছিল সাধারণ দিনের মতোই। ঠিক সেই সময় টহল দলের চোখে পড়ে কক্সবাজারমুখী একটি সিএনজি—চালকের ভঙ্গি উত্তেজিত, যাত্রীর মুখে অস্বস্তির ছাপ। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে বাড়ানো নজরদারির মধ্যে বিজিবি থামায় যানবাহনটি। তল্লাশির সময় যাত্রী মোঃ মনিরের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে লুকোনো স্তূপ—৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা। বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। সীমান্তপথে ঢোকার আগেই থেমে গেল সেই চক্রের আরেকটি চালান।

টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার আলীপুর গ্রামের ২৮ বছর বয়সী মনির চক্রটির একজন বাহক বলে ধারণা করছে বিজিবি। ব্যাগের গুপ্ত খোপে সযত্নে রাখা ছিল ট্যাবলেটগুলো।

অভিযানে নেতৃত্ব দেন রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন। পুরো অভিযান পরিচালিত হয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায়।

জব্দ ইয়াবা ও আটক মনিরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হচ্ছে।

সীমান্তে মাদক চোরাচালানকারীদের জন্য কঠিন বার্তা পাঠাল রামু ব্যাটালিয়নের এই অভিযান—রুট যতই গোপন হোক, নজরদারি আরও দ্রুত, আরও নির্ভুল। সংবাদ প্রকাশঃ ০৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন