শীতের রাতে মানবিক ছোঁয়া: কালীগঞ্জে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ,:সংবাদদাতা জানান =====
ঝিনাইদহের কালীগঞ্জে তীব্র শীতে বিপর্যস্ত অসহায়, দুঃস্থ, বয়স্ক ও ছিন্নমূল মানুষের পাশে মানবিক হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। মঙ্গলবার গভীর রাতে তিনি শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।
রেলওয়ে স্টেশন, উপজেলা হাসপাতাল চত্বর, বাসস্ট্যান্ড এলাকাÑএমন সব স্থানে গিয়ে নির্বাহী কর্মকর্তা নিজ হাতে শীতার্তদের কম্বল তুলে দেন। রাতের অন্ধকারে প্রশাসনের এ মানবিক উদ্যোগ পেয়ে মুখে হাসি ফুটে ওঠে ছিন্নমূল মানুষের।
কম্বল পেয়ে এক বয়স্ক ব্যক্তি আবেগভরে বলেন, “আমরা তো রাস্তায় থাকি। শীতে খুব কষ্ট হয়। আজ রাতে কম্বল পেয়ে ভালো লাগছে। কেউ খোঁজ নেয় না। আল্লাহ তাদের ভালো রাখুক।”
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন,
“শীতপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে থাকেন ছিন্নমূল ও বয়স্ক মানুষ। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এই শীতে কেউ যেন কষ্টে না থাকেÑএটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসংখ্যা অনুযায়ী ইউনিয়ন প্রশাসকদের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র দেওয়া হবে।
শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটাতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন