সম্ভাবনা ও প্রত্যাশার মুরাদনগর উপদেষ্টা আসিফ মাহমুদ ও আজহারীকে ঘিরে ভাবনা

সিটিভি নিউজ।।বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান======
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর আসনটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। স্থানীয় রাজনীতিতে এখন মূল আগ্রহের কেন্দ্রে রয়েছেন, দুই প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। এই দুই ব্যক্তিত্বের সম্ভাব্য অংশগ্রহণকে কেন্দ্র করে মুরাদনগরবাসী দেখছে নতুন সম্ভাবনা ও ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন। স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হলেও সাধারণ জনগণ তাদের ভিন্নধর্মী গুণাবলীর জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।
প্রশাসনিক ব্যক্তিত্ব এবং অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার কর্মজীবনের মধ্য দিয়ে মুরাদনগরের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছেন। সরকারের উচ্চ পর্যায়ে কাজ করার সুবাদে তার রয়েছে সুদূরপ্রসারী প্রশাসনিক অভিজ্ঞতা। স্থানীয়রা আশা করছেন, এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি মুরাদনগরের অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রæত ও কার্যকর প্রশাসনিক সমাধান আনতে পারবেন। তার স্বচ্ছ ও দক্ষ কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। অপেক্ষাকৃত তরুণ এই নেতাকে স্থানীয়রা গতিশীলতা ও আধুনিক চিন্তাধারার প্রতীক হিসেবে দেখছেন।
তারুণ্যের জোরে তিনি স্থানীয় রাজনীতিতে যুগের সঙ্গে মানানসই ইতিবাচক পরিবর্তন ও নতুনত্ব নিয়ে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তার সমর্থকরা বিশ্বাস করেন, সরকারের নীতিনির্ধারণী মহলে তার ভালো সংযোগ থাকায় তিনি মুরাদনগরের উন্নয়নের জন্য বড় বড় প্রকল্প আকর্ষণ করতে সক্ষম হবেন। বিশেষত শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে তার ভ‚মিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
অপর দিকে আন্তর্জাতিক ভাবে সমাদৃত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর জন্মস্থান মুরাদনগরে হওয়ায় স্থানীয়দের মধ্যে তার প্রতি গভীর আস্থা ও ভালোবাসা রয়েছে। তার ভালো দিকগুলো জনমনে যে ইতিবাচক প্রভাব ফেলেছে। আজহারী তার বক্তৃতার মাধ্যমে দেশের যুবসমাজসহ সর্বস্তরের মানুষের কাছে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিয়েছেন। রাজনীতিতে তার সম্ভাব্য আগমনকে সাধারণ মানুষ দেখছে সুশাসন ও নৈতিকতার নতুন দিগন্ত হিসেবে। মানুষ মনে করে, তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভ‚মিকা রাখবেন।
তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব, যার প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। স্থানীয়রা আশা করছেন, তিনি নির্বাচিত হলে মুরাদনগরের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চায় বিশেষ গুরুত্ব দেবেন। তার বক্তব্য ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে। স্থানীয় জনগণ মনে করে, তিনি রাজনীতির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে স¤প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠা করতে পারবেন, যা মুরাদনগরের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য।
এই দুই ব্যক্তিত্বের গুণাবলীর কারণে মুরাদনগরবাসী এখন একটি পরিবর্তনমুখী নির্বাচনের স্বপ্ন দেখছে। স্থানীয়রা আশা করছেন, এই দুই প্রার্থীর মাধ্যমে মুরাদনগরের রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি ও হানাহানি কমে আসবে এবং একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। শিক্ষিত ও তরুণ নেতৃত্ব মুরাদনগরের বিপুল সংখ্যক বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে বলে সাধারণ মানুষ মনে করছে।
সবমিলিয়ে, আসন্ন নির্বাচনকে ঘিরে মুরাদনগরের আকাশ এখন প্রত্যাশা ও সম্ভাবনার আলোয় ঝলমলে। যদিও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কিন্তু সাধারণ ভোটাররা এই দুই মেধাবী ব্যক্তিত্বের অংশগ্রহণের মাধ্যমে মুরাদনগরকে উন্নয়নের নতুন উচ্চতায় দেখতে আগ্রহী।
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমি নির্বাচন করব সঠিক, তবে মুরাদনগর নাকি ঢাকা থেকে করব এখনো সিদ্ধান্ত নেইনি।
মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনম ইলইয়াছ বলেন, মিজানুর রহমান আজহারী প্রার্থী হলে আমাদের বিজয় সুনিশ্চিত। সংবাদ প্রকাশঃ ০৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=