ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি’র) দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: ===========কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি’র) দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। কলেজের জিয়া অডিটোরিয়ামে কর্মশালার ১ম দিনে উদ্বোধন করেন
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম শোহরাব, যুগ্ম সম্পাদক মনসুর হেল্লাল, উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ভিসিটির প্রধান শিক্ষক উপদেষ্টা, প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার, উপদেষ্টা মেহেদী হাসান প্রমুখ। কর্মশালাতে প্রশিক্ষক ছিলেন, মেহেদি হাসান, মোঃ আলামিন ,মোঃ দেলোয়ার হোসেন, নুরু হোসেন রাজিব, ওমর ফারুক, পৃথুল দাস প্রমুখ।
এদিকে, দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শুদ্ধমঞ্চ ঢাকার মহাসচিব বিশিষ্ট নাট্য অভিনেতা ছমীর খান, ভিসিটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্মাতা আনোয়ার হোসেন আলম, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, ফারহানা আহমেদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মোঃ আলামিন, সাবেক গর্বিত ভিসিটিয়ান সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগ, মোঃ আলমগীর হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ভিসিটির সাধারণ সম্পাদক অনিক দেব। কর্মশালাটি সমাপ্তি ঘোষণা করেন ভিসিটির সভাপতি মোঃ সাব্বির আহমেদ। দুই দিনের ওই কর্মশালায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সংবাদ প্রকাশঃ ০৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=