দেবীদ্বারে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ, আমি ধরেই নিয়েছি আমার ৫ শ ভোট নাই, আমি শুরুই করেছি ৫ শ ভোট পাওয়ার লড়াই

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
আমি ধরেই নিয়েছি আমার ৫ শ ভোট নাই, আমি শুরুই করেছি ৫ শ ভোট পাওয়ার লড়াই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী প্রচারনায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের স্বণৃকার বাড়ি সংলগ্নে প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে এনসিপি মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ওই বক্তব্য তুলে ধরেন।
হাসনাত আবব্দুল্লাহ বলেন, লুঙ্গী পড়া মানুষের কষ্ট যারা বুঝে এই ধরনের মানুষ আমরা চাই, এই ধরনের মনুুষ আমরা চাই কিনা ? যেই নেতারা মানুষকে মানুষ মনে করেনা, মানুষ হইতে হইলে, নেতা হইতে হইলে- নাকি উপরের ক্লাশের হইতে হইবে। উপরের শ্রেণীর হইতে হইবে। যারা মনে করে,- তারা নির্বাচনের পরে, ভোটের দিন আছরের পরে আপনাকে মানুষই মনে করবেনা। আপনি একজন কামলা, সেইম কামলা, আপনি ষ্ট্যাইজের অনেক বাহিরে আপনার অবস্থান। নেতার জন্য ষ্ট্যাজ থাকবে। বড় নেতার বড় চেয়ার থাকবে, চেয়ারের উপর তোয়ালে, এর পর চামচাদের হলো নিচে ছোট চেয়ার। তাইনা? আমরা এ কালচারের পরিবর্তন চাই।
তিনিি আরো বলেন, দেবীদ্বারের জন্য আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়েন। দেবীদ্বারের জন্য আপনারা যাকে ভালো মনে করবেন, দেবীদ্বারে যারা আছেন সবাই ভালো। দেবীদ্বারের কেউ ক্ষতি চায়না। এর মাঝখানে আপনাদের যাকে মনে হয়, যে আপনার নিজের সন্তান, যার বাসায় যেতে আপ্যায়ন প্যাড লাগেনা, যে আপনার নিজের প্রতিনিধি, যার কাছে গিয়ে আপনি কথা বলতে পারবেন, যাকে স্যার সম্ভোধন করতে হয়না, যার সাথে আপনি আন্তরিকভাবে মিশতে পারেন, যাকে বলা হবে এই ছেলে মানুষটার সাথে আমার নিজের প্রতিচ্ছবি আছে, আপনারা ওই মানুষটাকে চ্যুজ করে নেবেন এবং সে যেই হোক।
তিনি বলেন, আমার এজেন্ট দেয়ার ক্যাপাসিটি নাই, আমি বিশ^াস করি আমাকে যারা ভোট দিবে, প্রত্যেকটা ভোটারই এজেন্ট হয়ে বিভিন্ন জায়গায় কাজ করবে।
তিনি তার প্রতিদ্ব›িদ্বদের সমালোচনার জবাবে বলেন, আমার বর্তমানে ৫ শত ভোট নাই, আমি ৫ শ ভোট পাবনা, এটা আমি ধরেই নিয়েছি। আমি শুরুই করছি ৫ শ ভোট পাওয়ার জন্য লড়াই। আমার ভোট হবে কত ৫ শ ভোট, কয় ভোট ? ৫ শ ভোট। এবার বলেন, এখানে যারা আছেন, যারা আমাকে ভোট দেবেন, তাদের এ ৫ শ ভোটের মধ্যে আপনার নিজের ভোটটা থাক এটা আপনারা চান কিনা ? আমার ওই ৫ শ ভোট পাইলেই হইবে। ৫ শ ভোটের মধ্যে আপনার ভোট টা থাকলেই হবে ইনশাল্লাহ। আর আমার পার্টি থেকে আমাকে যে মার্ক দিছে সেটা হচ্ছে ‘শাপলা কলি’। ভোট যে কোন মার্কায় আপনারা ইচ্ছা দেবেন, আর দোয়া করবেন আমার জন্য।
এসময় এনসিপি ও যুব শক্তির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের স্বণৃকার বাড়ি সংলগ্নে প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখছেন। সংবাদ প্রকাশঃ ০৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন