সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম কুমিল্লা সংবাদদাতা জানান ==: কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংঘবদ্ধ কিশোর চক্র মো. আব্দুর রহমান প্রকাশ মামুন নামে এক ব্যবসায়ীর দোকানপাটে হামলা-ভাংচুর করেছে। এ সময় হামলাকারীরা ইমদাদুল হক ইমন নামে দোকানের এক কর্মচারীকে বেধড়ক মারধর করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন কালিরবাজার এলাকায় আব্দুর রহমান স’মিল এন্ড মামুন ফার্ণিচার মার্ট নামক ব্যবসা প্রতিষ্ঠানে। হামলা ও ভাংচুরের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগি ব্যবসায়ী মামুন। এ ঘটনার প্রতিকার চেয়ে রাতেই চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ওই ব্যবসায়ী। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
ভুক্তভোগি ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌর এলাকার কালিরবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান প্রকাশ মামুন দীর্ঘদিন যাবৎ বেশ সুনামের সহিত স’মিল ও ফার্ণিচারের ব্যবসা করে আসছিলেন। ঘটনার দিন রবিবার বিকালে তিনি জরুরি কাজে কুমিল্লায় যান। সন্ধ্যায় কর্মচারী ইমনের মাধ্যমে শুনতে পান স্থানীয় ভিন্ন একটি তুচ্ছ ঘটনার জেরে কিছু উৎশৃঙ্খল কিশোর ও যুবক তার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীরা দোকানপাট ভাংচুর, নগদ অর্থ সহ দোকানে থাকা মালামাল লুট করে। এতে বাধা দিলে দোকান কর্মচারী ইমনকে হামলাকারীরা বেধড়ক মারধর করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তারা ইমনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। যা তার শরীরের একাংশে লাগে এবং এ কোপের আঘাতে ইমনের ব্যবহৃত ৪০ হাজার টাকা দামের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। হামলার এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি ব্যবসায়ী। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগি ব্যবসায়ী চৌদ্দগ্রাম পৌর এলাকার কমলপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে গাজী শাকিল (২৪) ও গাজী সজীব (২০) এবং পাঁচরা গ্রামের ফজলুল হক সওদাগরের ছেলে মো. রিফাত (২২) এর নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে থানা সূত্রে জানা গেছে। এখনো ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। যে কোনো সময় আবারও একই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশংকা প্রকাশ করেছেন। কালিরবাজারের ব্যবসায়ীদের মধ্যেও চরম উৎকন্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগি ব্যবসায়ী আব্দুর রহমান মামুন বলেন, ঘটনার সময় আমি কুমিল্লায় ছিলাম। আশেপাশের দু’টি গ্রামের কিশোর বয়সী কতিপয় বখাটে রবিবার সন্ধ্যায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় তারা আমার দোকানের এক কর্মচারীকে বেধড়ক মারধর করে এবং তার একটি দামী স্মার্ট মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। এছাড়াও তারা দোকানের ক্যাশে থাকা নগদ টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আশেপাশের কয়েক গ্রামের কিশোর বসয়ী কতিপয় যুবক এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। একজন ভুক্তভোগি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ০৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com