কায়কোবাদের ব্যানার ছিরে ফেলায় উত্তেজনা,বাঙ্গরায় বিএনপি’র বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ব্যানার ছিরার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন অঞ্জন।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ=============
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দিঘীরপাড় বাজারে সাবেক ধর্ম-প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তাঁর ব্যানার সরিয়ে সেই স্থানে জামায়াত প্রার্থীর ব্যানার টাঙানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকালে বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলটি দিঘীরপাড় বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন, যাদের শ্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ হানিফ। বক্তারা ব্যানার ছেঁড়ার এই ঘটনাকে ‘পরিকল্পিত রাজনৈতিক অপপ্রয়াস’ এবং ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, “পাঁচ বারের সাবেক সাংসদ কায়কোবাদ এই অঞ্চলের মানুষের ভালোবাসার প্রতীক। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর ব্যানার ছেঁড়া এবং অন্য প্রার্থীর ব্যানার টাঙানো সুস্পষ্টভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা।” তারা জোর দিয়ে বলেন, এমন কর্মকাÐ নির্বাচনী ও রাজনৈতিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘিœত করতে পারে। নেতৃবৃন্দ অবিলম্বে এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের দ্রæত খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনম ইলইয়াছ বলেন, ব্যানার ছিড়ার অপরাধ জামায়াত কখনো করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাল্লাহ। তিনি বলেন, আমাদের জনসমর্থন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বিএনপির এ ধরণের গায়েবী প্রপাকান্ড গায়ের জোরে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার সামিল।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। সংবাদ প্রকাশঃ ০৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=