উখিয়ায় বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার মামলার মূল আসামি স্বামী জসিম উদ্দিন গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার জেলা—কক্সবাজারের উখিয়া উপজেলার তচ্ছাখালী খাল থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি মৃত রহিমা আক্তারের স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ এর আভিযানিক দল। সোমবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটিতে র‍্যাব-৭ এবং স্থানীয় সোর্স সহযোগিতা করে।

গত ১৩ নভেম্বর উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের তচ্ছাখালী খাল থেকে রহিমা আক্তার (৩০)-এর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। পরিবার জানায়, ৬ নভেম্বর রাত ১১টার পর থেকে রহিমা নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৫ ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হলেও স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এসব বিরোধের জেরে জসিম উদ্দিন প্রায়ই স্ত্রীকে তালাক ও হত্যার হুমকি দিতেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এজাহারনামীয় আসামি মোবারককে সাথে নিয়ে ৬ নভেম্বর সন্ধ্যায় রহিমাকে বাড়ির পাশের একটি ফাঁকা স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধরে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যার পর লাশ মাটিচাপা দেওয়া হয়।
পরদিন আশপাশে রক্ত দেখে এলাকাবাসীর সন্দেহ হলে জসিম ঘটনাটি আড়াল করতে “মরা গরু পুতে রেখেছিলাম” বলে অসত্য তথ্য ছড়িয়ে দেয়। সন্দেহ গভীর হলে রাত ১০-১১টার দিকে জসিম ও মোবারক মাটি থেকে লাশ তুলে বস্তায় ভরে তচ্ছাখালী খালে ভাসিয়ে দেয়।

ঘটনাটি নিয়ে রহিমার মা সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার জসিম উদ্দিন ঘটনাটির মূল হোতা। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। সংবাদ প্রকাশঃ ০৩-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন