সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর সংবাদদাতা জানান =====
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন সারাদেশের মতো কুমিল্লার মুরাদনগর উপজেলাতেও জোরদার হয়েছে। দাবিগুলোর বাস্তবায়নে সহকারী শিক্ষকরা ৩০ নভেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তাদের তিন দফা দাবি—
১) সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ,
২) ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানজনিত জটিলতা নিরসন,
৩) সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।
মুরাদনগর উপজেলার মোট ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে কর্মবিরতিতে অংশ নিচ্ছে। এর মধ্যেই কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ১ ডিসেম্বর ২০২৫ থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষায় অংশ নিচ্ছেন না কোনো সহকারী শিক্ষক।
শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় দায়িত্ব পালন করেন শুধুমাত্র বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা। সহকারী শিক্ষক ছাড়াই পরীক্ষা পরিচালনা করায় অনেক বিদ্যালয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল বলেন,
“আমাদের ন্যায্য তিন দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দাবির বাস্তবায়নে সুস্পষ্ট অগ্রগতি না দেখা পর্যন্ত কর্মবিরতি চলবে।”
মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, সহকারী শিক্ষককরা কর্মবিরতি পালন করছেন বিধায় একাই পরীক্ষা নিচ্ছি। তবে খুব কষ্ট করে সাথে দুই-একজননে ম্যানেজ করেছি। ওনাদের দাবি বিষয় যেহেতু আমি জোর করতে পারিনা।
দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
শবনম এলি প্রধাম শিক্ষক বলেন,একাই পরীক্ষা নিচ্ছি। তবুও চাই সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি সরকার মেনে নিক।
সহকারী শিক্ষক শারমিন ফাতেমা বলেন,
প্রায় ২০০ জন শিক্ষক আহত হয়েছে এবং একজন শিক্ষিকা ফাতেমা আক্তার চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দ। আন্দোলন অবস্থায় আহত হয়ে চিকিৎসা রত অবস্থায় ঢাকা হসপিটালে ভর্তি ছিলেন এবং সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেন। নিহিত আহত শিক্ষকদের তিন দফা দাবি যতদিন পর্যন্ত দৃশ্যমান প্রজ্ঞাপন না হবে ততদিন কর্মবিরতি চলবে ।
মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন,
আমিসহ সকল সহকর্মী শিক্ষকরাই কর্মবিরতি পালন করছি। আমাদের প্রধান শিক্ষকগণ পরীক্ষা নিচ্ছিন। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত থাকবে।
মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন,
“দাবিগুলো শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার রক্ষার জন্য অত্যন্ত যুক্তিসঙ্গত। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চলছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে কর্মসূচি আরও কঠোর হতে পারে।”
মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশ আছে সকল শিক্ষকরা পরীক্ষায় অংশ নিবেন। যদি কেউ কর্মবিরতি বা অসহযোগিতা করেন তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে ব্যবস্হা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ০২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com