প্রযুক্তির আলোয় গ্রামীণ জুয়েলার্স, ঘরের দুয়ারে এখন স্বর্ণের ঝলক!

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ জুয়েলার্সে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রয়ের নাম ঘোষণা করছেন, কর্ণধার চন্দন বণিক।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন,সংবাদদাতা মুরাদনগর থেকে ঃ================
সময় এখন ডিজিটাল, আর এই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ জুয়েলার্সের আঙিনায়। ঐতিহ্যবাহী জুয়েলার্সটি তথ্য-প্রযুক্তিকে তাদের ব্যবসায়িক প্রসারের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
গত রবিবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রতীক্ষিত অনলাইন সেবার শুভ উদ্বোধন করে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে এখন দেশের যে কোনো প্রান্তের ক্রেতারা ঘরে বসেই গ্রামীণ জুয়েলার্সের আস্থা ও মানসম্পন্ন স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার সহজে অর্ডার করতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ডিপি জাকির হোসেন, দৈনিক ভোরের চেতনা’র বার্তা সম্পাদক পাপিয়া সরকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।
প্রতিষ্ঠানটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক পরিসেবাকে আরও উন্নত, দ্রæত ও সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালনা করছে। অনলাইনে পণ্যের বিস্তারিত বিবরণ, মূল্য এবং ক্যাটালগ সুবিন্যস্তভাবে প্রদর্শিত হওয়ায় ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা হবে অত্যন্ত সহজ এবং নির্ভরযোগ্য।
গ্রামীণ জুয়েলার্সের কর্ণধার চন্দন বণিক বলেন, “আমরা সব সময়ই ক্রেতাদের আস্থা ও মান সম্পন্ন গহনাকে অগ্রাধিকার দিয়েছি। আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম সেই আস্থার ভিত্তি আরও মজবুত করবে। এখন যে কোন গ্রাহক দ্রæততম সময়ের মধ্যে এবং সম্পূর্ণ নিরাপদে আমাদের পণ্য হাতে পাবেন।”
ক্রেতাদের আরও কাছে টানতে প্রতিষ্ঠানটি ‘গ্রামীন জুয়েলার্স বিডি’ নামে একটি আকর্ষণীয় ফেসবুক আইডি চালু করেছে। এর অংশ হিসেবে, প্রতি মাসে সকল ফেসবুক ফলোয়ারদের মধ্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে চারজন ভাগ্যবান বিজয়ীকে প্রদান করা হবে এক লাখ টাকার পুরস্কার! এছাড়াও, যারা সক্রিয়ভাবে প্রতিটি পোস্টে লাইক ও কমেন্ট করে যুক্ত থাকবেন, তাদের মধ্যে সেরা তিনজন ফলোয়ারের জন্য থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
গ্রামীণ জুয়েলার্সের এই ডিজিটাল পদক্ষেপ কোম্পানীগঞ্জ বাজার ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহের জন্ম দিয়েছে। সকলে মনে করছেন, এটি কেবল এই প্রতিষ্ঠানের উন্নতি নয়, বরং স্থানীয় অন্যান্য ছোট ও মাঝারি ব্যবসাকে ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করে ব্যবসাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে অনুপ্রাণিত করবে।
গ্রামীণ জুয়েলার্সের এই ডিজিটাল উত্থান প্রমাণ করে, ঐতিহ্য আর প্রযুক্তির সঠিক সমন্বয়ে একটি ছোট শহরের প্রতিষ্ঠানও দেশের ডিজিটাল অর্থনীতিতে বড় ভ‚মিকা রাখতে সক্ষম। সংবাদ প্রকাশঃ ০২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন