সেন্ট মার্টিনমুখী জাহাজ আবারও সমুদ্রে

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ========= সাগরের হাওয়ায় আবার ভেসে উঠেছে সেন্ট মার্টিন যাত্রার ডাক। টানা বিরতির পর আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজের চাকা ঘুরতে শুরু করেছে। পাশাপাশি দুই মাসের জন্য মিলেছে রাত কাটানোর অনুমতিও।
দ্বীপের ভেতরটায় এখন এক আলাদা কোলাহল—দোকানে দোকানে রংতুলির ছোঁয়া, রিসোর্টে বাঁশ–ছনের গন্ধ, আর সারাবছর পর্যটকশূন্য পড়ে থাকা জায়গাগুলো আবার গোছাগাছির উত্তাপে গরম।
লোকজনের মুখে শুনলাম, নভেম্বর জুড়ে অনুমতি থাকলেও কেউ ভ্রমণে যায়নি। ফলে পর্যটননির্ভর শতশত পরিবার প্রায় স্তব্ধ হয়ে ছিল। এবার অন্তত সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে—এমনটাই আশাবাদ দ্বীপবাসীর।
রিসোর্ট মালিক সমিতির কর্মকর্তা আবদুর রহিম জিহাদী জানালেন, দ্বীপের দুই শতাধিক রিসোর্টে দ্রুত সংস্কার চলছে। পরিবেশবান্ধব গাছ–বাঁশ–ছন আনতে প্রশাসনের আলাদা অনুমোদন থাকায় কাজ আরও সহজ হয়েছে।
অন্যদিকে, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বললেন, এ মৌসুমে যাত্রী পরিবহনে সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে—কর্ণফুলি এক্সপ্রেস থেকে শুরু করে সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ, আটলান্টিকসহ সবগুলোই এবার নতুন সাজে।
সরকারি নির্দেশনা একটু কঠোর—রাতে সমুদ্রসৈকতে আলো নয়, উচ্চশব্দ নয়, বারবিকিউও নয়। কেয়াবনে প্রবেশ বা কেয়া ফল–ফুল সংগ্রহও বন্ধ। কাছিম, পাখি, প্রবাল, শামুক–ঝিনুক—সবকিছুর নিরাপত্তা রাখতেই এই নিয়ম। সাগরপাড়ে মোটরচালিত যান নিষিদ্ধ; পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকও নিরুৎসাহিত। পর্যটকদের কাছে প্রত্যাশা—নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহার। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=