নারায়ণগঞ্জে বাউল শিল্পীর স্বামীর ক্ষতবিক্ষত মরাদেহ উদ্ধার

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মধ্য নরসিংপুর থেকে সুমন খলিফা (৩৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন বাউল শিল্পী সোনিয়া আক্তারের স্বামী।
নিহত সুমন খলিফা বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার ছেলে। সে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতো। সুমনের স্ত্রী সোনিয়া আক্তার একজন বাউল শিল্পী।
সুমনের পরিচয় নিশ্চিত করে তার স্ত্রী সোনিয়া পুলিশকে জানিয়েছেন, রবিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটিতে গান গাইতে সুমন ও সে একসাথে যায়। রাতে যখন সে গান গাইছিলো তখন সুমন সেখান থেকে বের হয়ে নিখোঁজ হয়। সকালে তিনি সুমনের লাশ উদ্ধারের খবর পান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, নরসিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির সামনে আধাপাকা রাস্তা থেকে সুমন খলিফার ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা পুলিশকে খবর দেন। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তারা কাজ করছেন। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=