মুরাদনগরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে জনসেবার মান বৃদ্ধি করতে হবে

মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, কুমিল্লা জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মু: রেজা হাসান।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা জানান ====
কুমিল্লা জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মু: রেজা হাসান তাঁর প্রথম প্রশাসনিক সফরের অংশ হিসেবে মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কবি নজরুল মিলনায়তনের এই সভা থেকে জেলা প্রশাসক আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে সু-সংগঠিত করার পাশাপাশি জনসেবার মান বৃদ্ধির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মু: রেজা হাসান তাঁর বক্তৃতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহŸান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, প্রশাসনের মূল লক্ষ্য হবে যে কোন মূল্যে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা এবং তা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, “স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও যেন প্রত্যেকটা নাগরিক হয়রানি মুক্ত সুন্দর সেবা পায়, এ বিষয়টি সবাই খেয়াল রাখবেন।”
নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি জেলা প্রশাসক জনগণের সেবাপ্রাপ্তি ও সরকারি কাজ দ্রæত বাস্তবায়নে জোর দেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের জন্য হয়রানিমুক্ত ও সুন্দর সেবাপ্রাপ্তি নিশ্চিত করা, সরকারি উন্নয়নমূলক প্রকল্পসমূহ দ্রæত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন, এই দিক-নির্দেশনার মাধ্যমে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই দিক-নির্দেশনামূলক সভা মুরাদনগর উপজেলা প্রশাসনে নতুন কর্মতৎপরতা সৃষ্টি করেছে এবং নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিকে আরও সু-সংগঠিত করবে বলে আশা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন