সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি==========
কুমিল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআনখানি, বিভিন্ন মাদ্রাসায় এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, কুমিল্লা–৬ আসনের জনপ্রতিনিধি হিসেবে পরিচিত হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
রোববার (৩০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় তাদের জন্য খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলাদাভাবে দোয়া করা হয়। এছাড়া একই দিনে বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়ার অনুষ্ঠানে আলোচকরা, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং গণতন্ত্রের জন্য তার নিরলস সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, গণমানুষের ভালোবাসায় দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অব্যাহত আছে এবং এ ঐক্যবদ্ধ মানসিকতা বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে।
মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য–সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
দলীয় নেতারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কুমিল্লা–৬ আসনে ধারাবাহিকভাবে হাজী ইয়াছিনের উদ্যোগে দোয়া, এতিমখানায় খাবার বিতরন, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে এবং যতদিন না দেশনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।
ছবি: বেগম জিয়ার সুস্থতা কামনায় নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com