অবৈধ টমটমের বেপরোয়া গতিতে নাহিদের মৃত্যু! মৌলভীবাজারে সচেতন নাগরিকদের মানববন্ধন

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (মিকাঈল), ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজারে অবৈধ টমটম (ইজিবাইক) চালকদের বেপরোয়া গতির প্রতিবাদ এবং নাহিদের মৃত্যুর বিচার দাবিতে “সচেতন নাগরিক মৌলভীবাজার”-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় জেলা সদরের মাতার কাপন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

নাহিদের মৃত্যুতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের তীব্র শোক–ক্ষোভ প্রকাশের মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার লংগুরপুল নামক স্থানে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন নাহিদ (১৯)। স্থানীয়রা জানান—হঠাৎ সামনে ঢুকে পড়া টমটম এ দুর্ঘটনার সৃষ্টি করে। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদের বাবার নাম আনোয়ার মিয়া। বাড়ি শ্যামেরকোনা এলাকায়।

এ মৃত্যুকে ‘অবৈধ টমটমচালনার ভয়াবহ পরিণতি’ হিসেবে উল্লেখ করেন স্থানীয়রা।

অব্যবস্থাপনার বিরুদ্ধে জনতার অবস্থান স্পষ্ট উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, শহরজুড়ে লাইসেন্সবিহীন টমটম ও তিন চাকার বাহনের বেপরোয়া চলাচল সড়ক নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, কিন্তু প্রতিকার নেই।

মানববন্ধন দাবি তোলা হয়, অবৈধ টমটম চলাচল বন্ধ করতে হবে, লাইসেন্সবিহীন চালকদের জবাবদিহি ও তাদের লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে, নিয়ন্ত্রণহীন রুটের শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়কে নিয়মিত নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ আইনের তদারকি এবং আইন প্রয়োগ করতে হবে।

মানববন্ধনে ছাত্র সমাজের সাথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশ নেন— মো. হুমায়ূন কবির সাওন, মেম্বার, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট এম এ চৌধুরী শাহান, সাংবাদিক মহিউদ্দিন আলমগীর সৌরভ , মানিক তরফদার প্রমূখ ।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণসমাজ ও সাধারণ মানুষও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, “অবৈধ টমটমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নাহিদের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান বলেন, একের পর এক প্রাণহানি সত্ত্বেও টমটম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে। এছাড়া অদক্ষ চালকদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা জরুরি ঠিক তেমনি আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলেদেরকে অল্প বয়সে মোটরসাইকেল কিনে দেয়া থেকে বিরত থাকতে হবে। যারা মোটরসাইকেল চালান তারাও সচেতন হয়ে আইন মেনে মোটরবাইক চালাতে হবে।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট এম এ চৌধুরী শাহান বক্তব্যে বাস্তবতা তুলে ধরে বলেন, এসব অবৈধ টমটমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের ভাই সন্তানদের অল্প বয়সে মোটরসাইকেল কিনে দিয়ে আমরা মৃত্যুর মিছিল দীর্ঘ করছি। আমাদেরও সচেতন হতে হবে। এছাড়া নাহিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

এব্যাপারে সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, চৌমুহনা টু টেকনিক্যাল রোড শমশেরনগর টমটম স্ট্যান্ড অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে যতদূর জানতে পেরেছি । এব্যাপারেও উক্ত স্ট্যান্ড ও কমিটির লোকজন কি ভূমিকা পালন করছেন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও জরুরি বলে তিনি মনে করেন। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন