সেহলী পারভীনের আগমন সামনে রেখে টেকনাফে প্রস্তুতি সভা

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==========
হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেহলী পারভীনের আগমনকে কেন্দ্র করে টেকনাফে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
বক্তব্য দেন—সহ-সভাপতি হাসিনা মোর্শেদ, মমতাজ শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদস্য রফিকুল আলম, মো. শফিক, জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা।
সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান বলেন, সেহলী পারভীনের আগমনকে ঘিরে সকল কার্যক্রম সুসংগঠিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় টেকনাফ শাখা সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম জানান, মানবাধিকার কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভাপতি নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাতা মহাসচিবের আগমন মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করবে। সফর সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি নুরুল হোসাইন জানান, ডিসেম্বর মাসে সেহলী পারভীনের কক্সবাজার ও টেকনাফ সফরকে কেন্দ্র করে জেলা কার্যালয় উদ্বোধন, কর্মশালা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মানবাধিকারের পক্ষে আরও সোচ্চার হওয়ার আহ্ববান জানান। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=