মুরাদনগরে নব-নির্মিত পাবলিক লাইব্রেরী উদ্বোধন, শিক্ষা ও জ্ঞানচর্চাকে উন্নত সমাজ গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ –উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লার মুরাদনগরে নব-নির্মিত উপজেলা পাবলিক লাইব্রেরী ফিতা কেটে উদ্বোধন করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ ===============
শিক্ষা ও জ্ঞানচর্চাকে উন্নত সমাজ গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বৃহস্পতিবার কুমিল্লাসহ ১১টি জেলার মুরাদনগরসহ ৪৪টি উপজেলায় নির্মিত পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই লাইব্রেরিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মুরাদনগর উপজেলা পাবলিক লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সাকিব হাসান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, প্রথম ধাপে এই ৪৪টি লাইব্রেরি নির্মাণে প্রতিটি উপজেলাকে ৫৩ লাখ টাকা করে সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ টাকা স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।
দ্রæত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ লাইব্রেরি নির্মাণ কার্যক্রম সম্পন্ন করায় তিনি স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=