কেউ কেউ ফেসবুকে এগিয়ে আছে, আমরা মানুষের কাছে: মাসুদুজ্জামান

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছি এজন্য দলের স্থায়ী কমিটির সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় এ সময়ে তিনি বন্দরবাসীর উদ্দেশে অনুরোধ করে বলেন, আপনারা নেত্রীর জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা সাধারণ মুসলমান রাসূলের ইসলামে বিশ্বাস করি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বন্দর সিরাজউদ্দৌলা মাঠে বন্দর উপজেলা ও থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলার দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, বন্দরবাসী এবং নগরবাসী দু’জনই একই মায়ের দুই সন্তান। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বন্দর-নগরকে স্বপ্নের নারায়ণগঞ্জে পরিণত করতে পারবো।”
তিনি জানান, বিগত ছয়–সাত মাসে তিনি বন্দর ও নগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে ঘুরে মানুষের সমস্যা খুঁজে দেখেছেন। “গ্যাস, সুপেয় পানি, সেতু— এগুলো আপনাদের প্রধান সমস্যা। পরিকল্পিত নগরীর অভাব আছে। সমস্যা আছে ঠিকই, কিন্তু সমাধানের পথও আছে। দরকার শুধু একটি সুপরিকল্পিত পরিকল্পনা।
পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, আমি পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি। কোথায় রেসিডেন্সিয়াল, কোথায় কমার্শিয়াল এলাকা, লেক, খেলার মাঠ— এগুলো দেখেশুনে শিখেছি। আমাদের লক্ষ্য একটি পরিকল্পিত নগরী তৈরি করা, ইনশাআল্লাহ তা করবো।”
বন্দর এলাকার সেতু সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে সেতুটি হয়েছে সেটা বন্দরবাসীর কোনো কাজে লাগেনি। আর কদম রসূল সেতু নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই— কদম রসূল সেতু হবে, যেকোনো কিছুর বিনিময়ে হবে।”
তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে পূর্বে স্থাপিত ভিত্তিপ্রস্তরের প্রকল্পটিও বাস্তবায়ন করা হবে।
সরকারের সমালোচনায় তিনি বলেন, নারায়ণগঞ্জের সরল মানুষের অনুভূতি নিয়ে গত ১৫–১৬ বছর খেলা করা হয়েছে। এবার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে।
এ সময় তিনি আরও বলেন, কেউ কেউ বলে তারা এগিয়ে আছে, হ্যাঁ, তারা ফেসবুকে এগিয়ে আছে। আমরা মানুষের কাছে এগিয়ে আছি। জাতীয়তাবাদী দল হলো জনমানুষের দল। ইনশাআল্লাহ এবার মানুষ বিএনপিকে গ্রহণ করবে।
মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, আজকে বন্দরে আরও একটি জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম হচ্ছে। আমি অনুরোধ করব— কেউ প্রোগ্রাম করতে চাইলে আমাদের জানাবে, আর আমরা করতে চাইলে তাদের জানাবো। একই শহরে একই সময়ে দুইটা প্রোগ্রাম মানুষ ভালোভাবে নেয় না।
তিনি বলেন, আমাদের ভেতরে বিভেদ আছে, এটা সাধারণ মানুষ কেন জানবে? এটা আমাদের ঘরের কথা, আমাদের জিয়া পরিবারের কথা। জাতীয়তাবাদী দলের সমস্যা থাকতে পারে, কিন্তু এই ধরনের কাজ না করলেই ভালো।
ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল একটাই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মহানগরের অধীনে দলের প্রোগ্রামগুলো করতে চাই। আপনারা জানেন আমরা নগর–বন্দর উভয় মিলেই মহানগর কমিটির অধীনে কাজ করি। আমরা সেই কমিটির মাধ্যমেই আগামীতে একসাথে কাজ করবো।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর কমিটির সদস্য ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, মাকিদ মোস্তাকিম শিপলু, হান্নান সরকার, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দুলাল, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, এনায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন