“কারা নাকি বলে জোট থেকে এনসিপিকে নিয়ে আসবে! আমার নেতা তারেক জিয়া মঞ্জু ভাইকে ধানের শীষ মার্কাতে মনোনীত করেছেন” -অধ্যক্ষ সেলিম ভূইয়া

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
গত তিন তারিখ (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী’কে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন আপনাদের দায়িত্ব হলো আগামী ফেব্রæয়ারি মাসে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করবেন। ফেসবুকে কারা অপপ্রচার করে আমরা তা জানি। আমরা বিএনপি করি কিন্তু একভাই বিএনপি একভাই আওয়ামীলীগ এমন রাজনীতি করিনা। আমরা সবভাই বিএনপি করি।
কারা নাকি বলে জোট থেকে এনসিপিকে নিয়ে আসবে, আপনি এমন কোনো নেতা না যে আপনি এনসিপি’কে নিয়ে আসবেন। আমাদের নেতা তারেক রহমান সকল কিছুর নীতি নির্ধারক, তিনি মঞ্জু ভাইকে ধানের শীষ মার্কাতে মনোনীত করেছেন। তার আদেশ মেনেই আমরা নির্বাচন করবো।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগী) অধ্যক্ষ সেলিম ভূইয়া এসব কথা বলেন।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪- দেবীদ্বার আসনের বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ ইঞ্জিনিয়ারর মঞ্জুরুল আহসান মুন্সীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানিয়ে আরো বলেন, দেবীদ্বার বিএনপির ঘাটি, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ঘাটি। এ ঘাটি থেকেই ১৯৯১ সাল থেকে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও বিপুল ভোটে বিজয়ী করে অতীতের ধারা অব্যাহত রাখবেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী’র সভাপতিত্বে এবং সাবেক যুবদলের আহবায়ক আব্দুর রহমান’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা- ৫ বুড়িচং- বিপাড়া আসনের সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন, জাতীয়বাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান লিটল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগরীর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগরীর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল হোসেন, সাবেক সহ-সম্পাদক কুমিল্লা উত্তর জেলার মহিলা দলের সভাপতি নেত্রী সুফিয়া বেগম প্রমূখ।
ছবির ক্যাপশনঃ কুমিল্লার দেবীদ্বারে বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগী) অধ্যক্ষ সেলিম ভূইয়া। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=