ভোলা বরিশাল সেতুর দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ

সিটিভি নিউজ।। মো: এমদাদুল হক সোহাগ নিজস্ব প্রতিবেদক:=======
ভোলা-বরিশাল সেতু স্থাপনের দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন কুমিল্লায় অবস্থানরত ভোলা জেলার বাসিন্দারা।
২৮ নভেম্বর শুক্রবার বেলা তিনটা থেকে আমরা ভোলাবাসী ব্যানারে তারা ওই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুমিল্লাস্থ ভোলা বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন আহমেদ, কুমিল্লাস্থ ভোলা জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাসান আহমেদ খান, সহসভাপতি মো: মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস পাটোয়ারী, প্রচার সম্পাদক কামরুল ইসলাম সহ মোতালেব হোসেন, সোহাগ মোল্লা, মাসুম আহম্মেদ প্রমুখ।

কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টা এবং সড়ক ও সেতু উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তরা বলেন, ভোলা বরিশাল সেতু তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। প্রতিবছর হাজার হাজার মানুষ সুচিকিৎসার অভাবে মারা যায় নদী পাড়াপাড়ের জটিলতার কারনে। ভোলা থেকে লঞ্চে করে রাজধানী ঢাকায় যেতে তাদের আট ঘন্টার বেশী সময় লাগে, তারপরেও জরুরী সময় লঞ্চ পাওয়া যায়না। সেতুটি নির্মাণ হলে মানুষের জীবন রক্ষা পাবে, অবহেলিত ভোলাবাসীর জীবন যাত্রার মানোন্নয়ন হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। জানা যায়, ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোলাবাসী একযুগে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে কুমিল্লায় এই কর্মসূচি পালিত হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন