দেবীদ্বারে চীনা রাজনৈতিক পর্যবেক্ষক দলের পরিদশন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ================
কুমিল্লার দেবীদ্বারে চীনের একটি রাজনৈতিক পর্যবেক্ষক দল দেবীদ্বার জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধা পরিবারের খোঁজ খবর নিতে এবং স্থানীয় এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দের সাথে মত বিনীময় করতে আসেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক মিঃ জেং জিং এর নেতৃত্বে চার সদস্যের একটি দল শহীদ রুবেল ও আহত ইয়াছিনের পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। এসময় চায়না দূতাবাসের রাজনৈতিক বিষয়ক সহকারি রাস্ট্রদূত লিন ইয়াং, দূতাবাসের কর্মকর্তা সুরাইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চীন ও বাংলাদেশের মধ্যে ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) পূর্তী উদযাপন উপলক্ষে চিনের একটি রাজনৈতিক পর্যবেক্ষক দল বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃত্বের সাথে কুশলাদী ও মত বিনীময় এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আসেনন। তারই ধারাবাহিকতায় জুলাই যোদ্ধা ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ দক্ষিানাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী এলাকা কুমিল্লা- ৪ (দেবীদ্বার) এলাকা পরিদর্শণ করেন।
এ সময় জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সদস্য জালাল আহমেদ, ফয়সাল আহমেদ, এনসিপির বাবুল মাষ্টার (জাফরগঞ্জ ইউপি সংগঠক)। হোসাইন মোহাম্মদ, রায়হান সিদ্দিক, তাছনিম. ছাব্বির আহমেদ, এনসিপি সার্চ কমিটির সদস্য, ছাত্র শক্তির প্রতিনিধি কাজী নাসির উৃদ্দিন, ইয়াছিন আহমেদ, মুক্তাদির সিক্তসহ অন্যান্য নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
চায়না প্রতিনিধি দল গত বছরের ৪ আগস্ট দেবীদ্বারে ‘বৈষম্য বিরোধী আন্দোলনে’ গুলিবিদ্ধ হয়ে নিহত বাস চালক ও সেচ্ছা সেবক দলের সহ-সভাপতি, দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের তরব আলী ড্রাইভারের বাড়ির মরহুম রফিকুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক বাদশা রুবেল(৪০)’র বাড়িতে যান।
শহীদ রুবেল মৃত্যুকালে ফাতেমা আক্তার নৌফা(৬) নামে ১ কণ্যা সন্তান রেখে যান। ওই সময় রুবেলের স্ত্রী ৯ মাসের অন্তস্বত্বা ছিলেন। রুবেলের মৃত্যুর ১ মাস ৬ দিন পর আরো ১ টি পুত্র সন্তানের জনক হন। তার নাম রাখা হয় আব্দুল্লাহ আল রায়ান(১৪ মাস)।
এসময় প্রতিনিধিদল শহীদ রুবেলের স্ত্রী, সন্তানদের খোঁজ খবর নেন এবং তাদের কিছু খাদ্য সমাগ্রী উপহার দেন। প্রতিনিধি দল শহীদ রুবেলের ২ সন্তানের লেখাপড়ার উপর গুরুত¦ দেন। পরে উপজেলা ভিড়াল্লা গ্রামের আহত জুলাই যোদ্ধা ইয়াছিনের বাড়িতে যান এবং আহত ইয়াছিনের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। প্রতিনিধি দল আবারো আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

ছবির ক্যাপশন: দেবীদ্বারে চীনের রাজনৈতিক পর্যবেক্ষক দলের সদস্যরা জুলাই যোদ্ধা শহীদ রুবেলের পরিবারের সাথে সাক্ষাৎকালে তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন