সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে ৩ কেজি গাঁজা উদ্ধার ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড ও ভিড়াল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আটকরা হলেন, উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত লাল মিয়ার পুত্র ও সেচ্ছাসেবক দলের নেতা বাবুল মিয়া (৫৮), খলিল মিয়ার পুত্র মোস্তফা (২২) এবং আব্দুস সামাদের পুত্র মো. সিয়াম (১৯)। এছাড়া মূল অভিযুক্ত জাফরগঞ্জ পশ্চিমপাড়ার আব্দুল সামাদের পুত্র মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ৯৯৯ কল এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ি ৩ কেজি গাঁজাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন। তবে তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে স্থানীয়রা বাবুল মিয়া, মোস্তফা ও সিয়ামকে ধরে কালিকাপুর সিএনজি সমিতির কার্যালয়ে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন।
পরে দেবীদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে’র নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাকির হোসেন ভিড়াল্লা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। পুলিশ সেখানে অভিযান চালালে জাকির পুলিশ টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রæত পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে পুলিশ ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মইন উদ্দিন জানান, “ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক জাকিরকে গ্রেফতারে অভিযান চলছে।”
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে পুলিশের অভিযানে ৩ কেজী গাঁজাসহ ৩ মাদক কারবারির সন্দেহে আটক সেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জনের ছবি থানা পুলিশ থেকে সংগৃহীত। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com