কুমিল্লা জেলা বইমেলার শুভ উদ্বোধন

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। সংবাদদাতা জানান =====
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলবেলা কুমিল্লা টাউনহল মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও কুমিল্লা জেলাপ্রশাসনের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাঃ খালিদ হোসেন ও ঢাকা জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন- লেখক ও গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হক ও কুমিল্লা প্রেসক্লাব এর সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। উদ্বোধন শেষে আলোচনাসভা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে বই মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ফাহমিদা বাঁধন ও জনপ্রিয় সংগীত শিল্পী ইশতাক আহমেদ পল্লব। দর্শক শ্রোতার উপস্থিতি বই মেলা রূপ নেয় জনসমুদ্রে। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন