আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা-২০২৫

সিটিভি নিউজ।। আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা-২০২৫। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসন, কুমিল্লার ব্যবস্থাপনায় আগামী ২৮/১১/২০২৫ খ্রিঃ থেকে ০৬/১২/২০২৫ খ্রিঃ পর্যন্ত ০৯ দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত বইমেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান ও কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে কুমিল্লা টাউনহল মাঠে প্রায় ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।

কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ আগামী ২৮/১১/২০২৫ তারিখ বেলা ৩:৩০ ঘটিকার সময় উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেমিনার/ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো: নজরুল ইসলাম, সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সভাপতিত করবেন জনাব মুঃ রেজা হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অতিথিগণ উপস্থিত থাকবেন।

বইমেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ উপলক্ষে কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আগামী ০৬/১২/২০২৫ তারিখ বেলা ৩:৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. নেয়ামত উল্যা ভূইয়া, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করবেন জনাব মুঃ রেজা হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা। সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অতিথিগণ উপস্থিত থাকবেন। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন