ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসাইনের ব্যাপক গনসংযোগ

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।========== কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার চান্দলা ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি বাড়িসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। একইদিন সকাল ৮ টায় চান্দলা ইউনিয়নে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গনসংযোগ করেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ড. মোবারক হোসাইনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী গনসংযোগকালে চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন। এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নের্তৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। এসময় কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোবাশ্বেরুল হক, মাওলানা রহমত উল্লাহ খানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=